মাদারীপুর থেকে কাওসার আলম মিঠু ঃ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়ন আওয়ামী সাংস্কৃতিক ফোরাম এর দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়। দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং কবুতর উডিয়ে সম্মেলনে র শুভ উদ্ভো়ধন করে ন প্রধান অতিথি জননেতা লিতা কুদ্দুস। আলোচনা সভা য় সভাপতি ত্ব করে ন আসাফো মাদারীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক স্হানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল হালিম ফকির। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন া সংগঠনের মাদারীপুর জেলা শাখার সভাপতি প্রফেসর কাওসার আলম মিঠু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম এর মাদারীপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ সৈয়দ শাওন করিম কাজি মোঃ সাইদুর রহমান, সহআরো অনেকে। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরাম এর রাজৈর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ সুজন হোসেন রিফাত।