কিন্তু এবার তা হয়নি। তার মিত্রদের অনেকেই যারা তাদের নিজস্ব বিষয় নিয়ে ব্যস্ত ছিল; তারা মূলত তাকে ত্যাগ করেছে। তাদের সাহায্য ছাড়া আসাদের সৈন্যরা বিদ্রোহীদের সঙ্গে লড়তে অক্ষম ছিল। এমনকি কোনো কোনো ক্ষেত্রে তারা বিদ্রোহীদের দমন করতেও চায়নি। ফলে সিরিয়ার ইসলামপন্থি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ক্রমেই সামনে এগিয়ে গেছে এবং আসাদকে উৎখাত করেই ছেড়েছে।
প্রথমত, বিদ্রোহীরা গত সপ্তাহে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নেয়। এ সময় বলা যায় কোনো প্রতিরোধেই মুখেই তাদের পড়তে হয়নি। তারপর হামা, হোমস ও অন্যান্য শহর। এর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আসাদের ক্ষমতার কেন্দ্রে প্রবেশ করে তারা।
এখন বলা যায়, আসাদ পরিবারের পাঁচ দশকের স্বৈরশাসনের অবসান এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য আনতে সহায়তা করবে।
যদিও ইরান আবার একটি ধাক্কা খেলো। আসাদের অধীনে সিরিয়া তার মিত্র ইরান ও হিজবুল্লাহর মধ্যে সংযোগের মাধ্যম ছিল এবং এই চ্যানেলেই অস্ত্র ও গোলাবারুদ আসতো।এদিকে ইসরাইলের সঙ্গে বছরব্যাপী যুদ্ধের পর হিজবুল্লাহ নিজেই দুর্বল হয়ে পড়েছে এবং এর ভবিষ্যৎ প্রায় অনিশ্চিত।ইরান-সমর্থিত আরেকটি গোষ্ঠী ইয়েমেনের হুতি। তাদের ওপর বারবার বিমান হামলা চালানো হয়েছে। হুতি, ইরাকের মিলিশিয়া এবং গাজায় হামাস, যাকে তেহরান ‘প্রতিরোধের অক্ষ’ হিসেবে দেখে; যা এখন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হলো।সিরিয়ার এই পট পরিবর্তনে সম্ভবত সবচেয়ে লাভবান হবে ইসরাইল। কারণ তাদের কাছে ইরান বরাবরই একটি হুমকি ছিল।অনেকেই মনে করেন তুরস্কের আশীর্বাদ ছাড়া বিদ্রোহীদের এই আক্রমণ সফল হতো না। সিরিয়ার কিছু বিদ্রোহীদের সমর্থন দিয়েছে তুরস্ক, কিন্তু এবার এইচটিএস বিদ্রোহীরা, যারা আসাদকে হটিয়েছে, তারা তুরস্কের কোন সমর্থন পায়নি।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বেশ কয়েকবার সিরিয়ার শরণার্থীদের প্রত্যাবর্তনের সুযোগ করে দিতে একটি কূটনৈতিক সমাধান খুঁজতে আলোচনার জন্য আসাদকে চাপ দিয়েছিলেন।
কিন্তু সিরিয়ায় এখন কী হবে? বিদ্রোহী গ্রুপ এইচটিএস তো আল কায়েদা থেকে বের হয়ে আসা একটি গোষ্ঠী; যাদের ভয়ঙ্কর অতীত আছে। তারা গত বছরগুলোতে জাতীয়তাবাদী শক্তি হিসেবে আবির্ভুত হওয়ার চেষ্টা করেছে। তবে তাদের সাম্প্রতিক বার্তার মধ্যে একটি কূটনৈতিক এবং সমঝোতার সুর রয়েছে।কিন্তু অনেকেই মনে করেন, এখন তাদের ভিন্ন কোনো পরিকল্পনা থাকতে পারে।
একই সময়ে, সিরিয়ার নাটকীয় পট পরিবর্তন দেশটিকে একটি বিপজ্জনক শূন্যতার দিকে নিয়ে যেতে পারে।
সূত্র: বিবিসি