বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিরল ঐক্য এশিয়ায় ট্রাম্পের আফগান ঘাঁটি দখলচেষ্টার বিরুদ্ধে পাকিস্তান-আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, কর্নেল-মেজরসহ ১১ পাকিস্তানি সেনা নিহত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নিয়ন্ত্রণ পুরোপুরি রাশিয়ার হাতে: পুতিন নাহিদকে পরিষ্কার করতে হবে, কারা সেফ এক্সিট চায়: রিজওয়ানা হাসান হরিণাকুণ্ডু উপজেলার সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের চার নেতার আদালতে আত্মসমর্পণ তিস্তা নদীর পানি বিপদ সংকেতে নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে ভাঙ্গনের আশঙ্কা কিশোর কিশোরীর প্রেমকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে নারীসহ ১৩জন আহত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহ-প্রধান পদে নিয়োগ বন্ধের নির্দেশ হাওড়ার মাধবপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত দুর্গোৎসবের উদ্বোধন পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানের মর্মান্তিক মৃত্যু
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

আমদানি-রফতানি বাণিজ্যে কমছে ভোগান্তি-দুর্নীতি

এন এস বি ডেস্ক:
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

এন এস বি ডেস্ক: : আমদানি-রফতানি বাণিজ্যে বাংলাদেশসহ দুই শতাধিক দেশ ব্যবহার করে হারমোনাইজড সিস্টেম বা এইচএস কোড। বাংলাদেশে এই কোড ৮ সংখ্যার। সমজাতীয় সব পণ্যের প্রথম চার সংখ্যা একই, পরের চার সংখ্যায় তুলে ধরা হয় পণ্যের সুনির্দিষ্ট পরিচিতি। এর ওপর ভিত্তি করে শুল্ক আদায় করে কাস্টমস।

এইচএস কোড জটিলতায় পড়েননি এমন আমদানি-রফতানিকারক মেলা ভার। বিশেষ করে ফাস্ট ফ্যাশনের যুগে অহরহ আমদানি করতে হয় নিত্য-নতুন কাঁচামাল ও আনুসঙ্গিক পণ্য। কারণ, অনেক সময় প্রচলিত এইচএস কোডে কোনো কোনো পণ্য চিহ্নত করা যায় না। যার খালাস আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ।

অনেক ক্ষেত্রে এইচএস কোড জটিলতা সমাধানে দীর্ঘসূত্রতায় ক্রয়াদেশও হারান রফতানিকারক বা গুনতে হয় বড় অংকের মাশুল। অবশ্য বন্ড লাইসেন্সধারী যারা পণ্য রফতানির শর্তে বিনাশুল্কে কাঁচামাল আমদানি করেন, তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
 
গেল ৯ সেপ্টেম্বর জারি করা এসআরওতে বলা হয়েছে, এইচএস কোডের প্রথম চার সংখ্যা মিললেই পণ্য খালাস করা যাবে। আর কোনো কাঁচামাল এইচএস কোডে না পরলে তা কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে যুক্ত করে সর্বোচ্চ দুদিনের মধ্যে পণ্য খালাসের সুযোগ রাখা হয়েছে। যা পণ্য বৈচিত্রকরণে বড় ভূমিকা রাখছে বলে মনে করেন রফতানিকারকরা।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী পরিচালক ফজলে এহসান শামীম বলেন, ‘এইচএস কোডের প্রথম চার সংখ্যা মিললেই পণ্য খালাসের সুযোগ ব্যবসায়ীদের হয়রানি কমবে। সেইসঙ্গে পণ্য ছাড়ে অর্থ ও সময় দুই-ই বাঁচবে।’
 
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মজুমদার আরিফুর রহমান বলেন, ‘সব কোড ঠিক কিন্তু একটা কোডের কারণে পণ্য পড়ে থাকে। ফলে পণ্যের জন্য কাসটমসকে টাকা বেশি দিতে হচ্ছে। এখন যে সুবিধা দিচ্ছে এতে আমরা স্বস্তিবোধ করছি। এতে কাসটমসকে আর বাড়তি টাকা দিতে হবে না।’
 
অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর বলেন, এনবিআর যে এইচএস কোড ব্যবহার করে সেটা আন্তর্জাতিক এইচএস কোডের সমন্বয় থাকতে হবে এবং একই ধরনের হতে হবে। এটা নিশ্চিত করতে পারলে কোড নিয়ে সমস্যার একটা স্থায়ী সমাধান হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host