মোঃ গোলাপ মিয়া ষ্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সীমান্ত দিয়ে ভারতীয় গরু পাচার হয়ে বাংলাদেশে প্রবেশ এই সংক্রান্ত বিভিন্ন পোর্টালে সংবাদ প্রকাশের পর আদিতমারী থানা অফিসার ইনচার্জ মাহমুদ- উন- নবী নেতৃত্বে থানা পুলিশ ও বর্ডার গার্ড বিজিবির যৌথ অভিযানে ভারত থেকে পাচার হয়ে আসা গরু বাংলাদেশে সীমান্তে প্রবেশ করা বন্ধ করতে সক্ষম হয়েছে। আদিতমারী উপজেলার ৮ টি ইউনিয়নে মাদক জুয়া বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছে সেই সাথে বিজিবি ও থানা পুলিশ যৌথভাবে সীমান্তে অভিযান চালিয়ে গরু পাচার রোধ করতে ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে । সেই সাথে আদিতমারী উপজেলার আইনশৃঙ্খলা উন্নতি হয়েছে। দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু এই প্রতিনিধিকে বলেছেন সীমান্তে গরু পাচার বন্ধ করেছে থানা পুলিশ ও বিজিবি তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভেলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন আদিতমারী থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী এই থানায় যোগদান করেই মাদক,জুয়া, বাল্যবিবাহ সীমান্ত দিয়ে ভারতীয় গরু সহ বিভিন্ন প্রকার মাদক বন্ধ করতে তৎপর রয়েছে। সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন জনগণের সহযোগিতায় বিভিন্ন অপরাধ সংক্রান্ত দমন করতে সক্ষম হয়েছে, তথ্য অনুসন্ধানে জানা গেছে থানা অফিসার ইনচার্জ মাহমুদ -উন -নবী আদিতমারী থানা যোগদান করেই মাদক জুয়া বাল্যবিয়ে সহ বিভিন্ন অপরাধ সংক্রান্ত বন্ধ করতে মাঠে কাজ করে যাচ্ছে. তিনি এই থানায় যোগদান করেই জাতীয় সংসদ নির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু সুন্দর পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যেই সাধারণ মানুষের মনে যায়গা করে নিয়েছে সাধারণ মানুষের আস্থার প্রতীক থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী , আদিতমারী উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হলে তিনি বলেন বিজিবি ও থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে ভারতীয় গরু পাচার হয়ে বাংলাদেশে আসা বন্ধ করা সম্ভব হয়েছে।