আদিতমারী উপজেলার নামুড়ী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ছয় মাসের সাজা
মোঃ গোলাপ মিয়া, ষ্টাফরিপোর্টার
Update :
বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৮:৪৩ অপরাহ্ন
Share
মোঃ গোলাপ মিয়া ষ্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নামুড়ী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামকে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ ।
থানা সূত্রে জানা যায় নামুড়ী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে একটি মামলায় আদালত ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন। ১৪ ই আগস্ট দুপুরে আদিতমারী উপজেলা হল রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে টাইফেড ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে এক অনুষ্ঠানে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। জানাযায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের সকল প্রধান শিক্ষকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। উক্ত আমন্ত্রণে অংশগ্রহণ করেছিলেন নামুড়ী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম । অনুষ্ঠান শেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম হল রুম থেকে বাহির হয়ে প্রাথমিক শিক্ষা অফিস সম্মুখে আসা মাত্রই পূর্বেই উপজেলা চত্বরে পুলিশের অবস্থান থাকায় হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ।এই ব্যাপারে আদিতমারী থানা অফিসার ইনচার্জ ওসি আলী আকবর বলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে একটি মামলায় ছয় মাসের কারাদণ্ডের আদেশ রয়েছে।