মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটে আদিতমারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে আদিতমারী থানা পুলিশ। ২০ আগস্ট রাতে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হকের নির্দেশে থানার এস,আই, আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে আদিতমারী থানাধীন মহিষখোচা ইউনিয়নের তিস্তা নদীর চর গোবর্দ্ধন এলাকায় নৌকা দিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে পলাতক আসামি ১। রিপন মিয়া(২৮), পিতা-সাদেকুল ইসলাম, সাং-কালমাটি, থানা ও জেলা-লালমনিরহাট, ২। মোঃ এরশাদ(৩৮), পিতা-আব্দুল জব্বার, সাং-চর গোবর্ন্ধন, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট ৩। অজ্ঞাতনামা একজন আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ব্যবহৃত নৌকা এবং ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ৯০ বোতল ফেন্সিডিল ও আসামিদের বব্যবহৃত নৌকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। এ সংক্রান্তে পলাতক আসামিদের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা হয়েছে যাহার নং ১৪ তাং ২১/০৮/২৩ইং ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিঃ আইনের ৩৬(১) সারণীর ১৩(গ) রুজু হয়েছে । আদিতমারী থানা অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক এই প্রতিনিধিকে জানায় গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের তিস্তা নদীর চর গোবর্ধন এলাকার নৌকা দিয়ে মাদক পাচার করার সময় মাদক ব্যবসায়ীগণ থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়, মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।