বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

আদিতমারীতে সারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধি
Update : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ৪:৫০ অপরাহ্ন

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ-লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ৮ ইউনিয়নের শারদীয় দূর্গা পূজা-২০২৩ উদযাপন উপলক্ষে আদিতমারী থানার আয়োজনে আদিতমারী উপজেলার অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতবিনিময় সভা। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি পূজা মণ্ডপে কোথাও যেন  কোন অপ্রীতির ঘটনা না ঘটে সেদিক থেকে সকলকে সচেতন থাকার আহ্বান জানান হয়েছে । উক্ত মতবিনিময় সভায় আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি ,আর, সরোয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন , উপজেলা ভূমি সহকারী কমিশনার রওজাতুন জান্নাত, আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাম্মেল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম সহ আদিতমারী উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত সংক্রান্ত আলোচনা হয়। সেই সঙ্গে পূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের মতামত গ্রহণ করা হয়। উক্ত সভায় থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাম্মেল হক বলেন সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে পুলিশ বিভাগের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিতে ও নিজ নিজ ধর্মকর্ম সুষ্ঠুভাবে পালনে আইনশৃঙ্খলা রক্ষায় সবসময়ে থাকবে সর্তক  অবস্থানে। পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ  আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করার পাশাপাশি শতভাগ সিসি ক্যামেরা স্থাপনের আহব্বান জানান। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। এ বছর আদিতমারী থানা এলাকায় মোট ১১৬ টি পুজা মন্ডপের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। থানার অন্যান্য বছরের মত এ বছরও পূজামন্ডপগুলোতে পুলিশ, আনসার-ভিডিপি সদস্যদের সার্বক্ষনিক নিরাপত্তা দেয়া ছাড়াও পূজা মন্ডপে পুলিশের নিয়মিত টহল থাকবে। এছাড়াও মতবিনিময় সভায় অতিথিবৃন্দ সহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host