রবিবার, ০৯ মার্চ ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
Bet with freeplay 💰 Huge Games Selection 💰 Great Customer Support. চীনের সঙ্গে ‘প্রয়োজনে যুদ্ধ হবে’, ঘোষণা যুক্তরাষ্ট্রের সীমিত সংস্কারে সম্মত হলে ডিসেম্বরে নির্বাচন, অন্যথায় আগামী বছর: প্রধান উপদেষ্টা কয়রায় ৮ কেজি হরিণের মাংস সহ ২ জন গ্রেফতার আদিতমারীতে সংবাদ কর্মীর ছিনতাই হওয়া মালামাল উদ্ধার ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে আপন দুই ভাইয়ের দ্বন্দ্বে প্রাণ গেল ব্যবসায়ীর দুর্ণীতিগ্রস্থ পুলিশ অফিসারদের বিচারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন জুনায়েদ ও রিফাত ছাত্রদের দল থেকে সরে দাঁড়ালেন নতুন রাজনৈতিক দলের নাম কি হবে, নেতৃত্বে কারা? পবিত্র মাহে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অংশীজনের সাথে মত বিনিময় সভা করেছে জেলা প্রশাসন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

আদিতমারীতে সংবাদ কর্মীর ছিনতাই হওয়া মালামাল উদ্ধার

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন

মোঃ গোলাপ মিয়া ষ্টাফ রিপোর্টারঃ পেশাগত দায়িত্ব পালনে করতে গেলে মাহাফুজুল ইসলাম ওরফে বকুল সহ তার সহযোগীদের ছিনতাই হওয়া মালামাল উদ্ধার সংক্রান্তে প্রেস বিজ্ঞপ্তি নিম্নে তাহার সংক্ষিপ্ত বিবরণ প্রদান করেন আদিতমারী থানা অফিসার ইনচার্জ ওসি আলী আকবর।
জানাযায় আদিতমারী থানার মামলা নং-০১,তাং-০২/০৩/২০২৫খ্রিঃধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড,  মোঃ মাহাফুজুল ইসলাম ওরফে বকুল(৩০) ,পিতা-মোঃ সুলতান গিয়াস উদ্দীন, সাং-মহিষখোচা, ০১নং ওয়ার্ড, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট, থানায় হাজির  হইয়া লিখিত ভাবে জানান যে, আসামী ১। মোঃ আবু তালেব ওরফে আবু মেম্বার (৬২), পিতা- মৃত চটকু শেখ, ২। মোঃ এরাপাল মিয়া (৩৫), ৩। মোঃ এমদাদুল হক (২৮), ৪। মোঃ হামিদুল ইসলাম (২৫), সকলের পিতা- পিতা- মোঃ আবু তালেব ওরফে আবু মেম্বার, ৫। মোঃ আইয়ুব আলী (৪৫), পিতা- বাচ্চু মিয়া, সর্ব সাং- চণ্ডিমারী (মহিষখোচা), ৩৬নং ওয়ার্ড, ৬। মোঃ ওমর আলী (২৩), পিতা- ফয়ছার মিয়া, সাং- মহিষাশহর, ৭। মোঃ আসাদ মিয়া (২৮), পিতা- মৃত মনছুর আলী, ৮। মোঃ আঃ মান্নান (৪০), পিতা- বয়ান উদ্দিন, ৯। মোঃ মতি মিয়া (৩৮), ১০। মোঃমঞ্জুবর রহমান (৪৫), সকলের পিতা- মৃত মনসুর আলী, ১১। মোঃ আঃ সালাম (৫০), পিতা- মৃত রেজা শেখ, ১২। মোঃ তাহাজুল ইসলাম (২৭), পিতা- মোঃ আজাহার আলী, সর্ব সাং-চন্ডিমারী (মহিষখোচা), ০৬নং ওয়ার্ড, ১৩। মোঃ নাছির উদ্দিন (২৫), পিতা- জয়নাল আবেদীন,সাং-মহিযাশহর, সকলেরথানা-আদিতমারী, জেলা-লালমনিরহাটগন সহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে
 আদিতমারী থানার অফিসার ইনচার্জ, আদিতমারী থানার মামলা নং-০১, তাং-০১/০৩/২০২৫ খ্রিঃ ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪/৩৪  পেনাল কোড মামলাটি রুজু করেন। মামলাটি এসআই(নিঃ) মোঃ শফিউজ্জামানকে মামলাটির তদন্ত ভার দেন। অত্র আদিতমারী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ একটি চৌকস টিম বাদীর চুরি যাওয়া নিম্নে বর্ণিত মালামাল এবং আসামী গ্রেফতারের জন্য অভিযান করিয়া এজাহার প্রাপ্তীর ১২ ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করিয়া  এজাহারে বর্ণিত চুরি যাওয়া নিম্নে বর্ণিত মালামাল উদ্ধার করিতে সক্ষম হন এবং আসামী গ্রেফতারের অভিযান অব্যহত আছে। বর্তমানে বাদী মোঃ মাহাফুজুল ইসলাম ওরফে বকুল “চ্যানেল ২৪ ও খবরের কাগজ’-এ লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত । আদিতমারী উপজেলার মহিষখোচা ইউপির ০৬নং ওয়ার্ডস্থ চন্ডিমারী মৌজাস্থ্য তিস্তা নদীর চর হইতে কতিপয় ব্যক্তি রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলন করিতেছে যাহাতে উক্ত নদীর ক্ষতি সাধন সহ ট্রাক্টর যোগে বালু বহন করায় রাস্তার ক্ষতি সাধিত হইতেছে মর্মে সংবাদ প্রাপ্ত হইয়া ইং- ২৮/০২/২০২৫ তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় বাদী তাহার সহযোগী প্রতিনিধি মোঃ আলমগীর বাদশা এবং স্থানীয় লোকজন সহ ঘটনাস্থল চন্ডিমারী মৌজাস্থ তিস্তা নদীর চরে উপস্থিত হইয়া টর্চ লাইটের আলোতে  দেখেন যে, বেলচা দ্বারা তিস্তা নদী হইতে বালু উত্তোলন করিয়া ট্রাক্টর যোগে বহন করিয়া লইয়া যাইতেছে।  বাদী তাহার সহযোগী প্রতিনিধি সহ আসামীদের বালু উত্তোলনের ঘটনা ভিডিও করাকালে উপরোক্ত  আসামীগন বাদীর উপর চড়াও হয় এবং বাদীর ব্যবহৃত নিম্ন বর্ণিত মোটর সাইকেলটি লাঠি, লোহার রড ও বেলচা দ্বারা আঘাত করিয়া ভাংচুর করতঃ অনুমান ২০,০০০/- (বিশ হাজার) টাকার ক্ষতি সাধন করে। তখন বাদীর সঙ্গে থাকা সচেতন ব্যক্তিবর্গ উক্ত ঘটনার প্রতিবাদ করিলে উপরোক্ত আসামীগন সহ অজ্ঞাতনামা ২০/২৫ জন আসামী
এজাহারে চুরি যাওয়া সকল মালামাল উদ্ধারঃ
১। ০১টি সুজুকি হায়াতি ১০০ সিসি মোটর সাইকেল, রং- সাদা, যাহার রেজিঃ নং-নাটোর-হ-১২-৭৩১৪, যাহার মুল্য ৮০,০০০/- (আশি হাজার) টাকা,
২। ১টি বাজাজ ডিসকভার ১০০ সিসি মোটর সাইকেল, যাহার রেজিঃ নং- লালমনিরহাট-হ-১১-৯৭৭১, যাহার মুল্য অনুমান ১,২০,০০০/- টাকা,
৩। ০১টি টিভিএস রাইডার ১২৫ সিসি মোটর সাইকেল, যাহার মুল্য অনুমান-১,৫৯,০০০/- টাকা,
৪। ০১টি ডায়াং ১১৫ সিসি মোটর সাইকেল, যাহার রেজিঃ নং- লালমনিরহাট-হ-১১-৩২৬৩, মুল্য অনুমান-৮০,০০০/- টাকা,
৫। ০১টি ভিডিও ক্যামেরা যাহার মডেল নং- ঝঙঘণ চঢডত ৯০াপ যাহার মূল্য ২,৬৫,০০০/-
     (দুই লক্ষ পয়ষট্টি হাজার) টাকা,
৬। ০১টি ওয়ারলেস বুম, যাহার মডেল নং- ঝঅঘএঋট ঞঢ ১১, যাহার মূল্য ৬,৫০০/- টাকা, যাহার মাথায়,
     চ্যানেল ২৪ লোগো লাগানো আছে,
৭। ০১টি বয়া, যাহার মুল্য ১,৮০০/-(এক হাজার আটশত) টাকা,
৮। ০১টি হেডফোন যাহার মূল্য ৫০০/- টাকা। সর্ব মোট ৭,১২,৮০০/- টাকা। এই ব্যাপারে আদিতমারী থানা অফিসার ইনচার্জ ওসি আলী আকবর বলেন উক্ত মামলার আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host