মোঃ গোলাপ মিয়া ষ্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের ভাতিটারী গ্রামে অনলাইন জুয়া খেলে শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) গভীর রাতে শ্রী লিপন চন্দ্র ওরফে দ্বীপ (৩৫), পিতা মৃত ভূপেন্দ্রনাথ, নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।লিপন চন্দ্র রায় ঢাকা একটি ডাচবাংলা ব্যাংকে কর্মরত ছিলেন। পরিবারের সদস্যরা জানান, অনলাইন জুয়ার নেশায় জড়িয়ে পড়ে তিনি জুয়া খেলে বিপুল পরিমাণ অর্থের ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়ে ছিলেন। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মানসিক চাপে ভুগছিলেন তিনি। অবশেষে নিজের জীবন নিজেই শেষ করার পথ বেঁচে নিয়েছে । ঘটনার পরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী জানিয়েছেন লিপন ছিলেন অত্যন্ত মেধাবী ও ভদ্র স্বভাবের মানুষ। মোবাইল ফোনে অনলাইনে জুয়া খেলে বিপুল পরিমাণ অর্থের ঋণগ্রস্ত হয়ে পড়ে, ঋণের চাপে কালো ছোবলে তার জীবন কেড়ে নিয়েছে।স্থানীয়রা জানান, দিন দিন অনলাইন জুয়ার প্রভাব গ্রাম অঞ্চলে ব্যাপক আকার ধারণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানে থাকলেও মোবাইল ফোনে জুয়া বন্ধ করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে তরুণ প্রজন্ম এই নেশার ফাঁদে পড়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছে। এই ব্যাপারে আদিতমারী থানা অফিসার ইনচার্জ আকবর আলী বলেন নিহত বড় ভাই বিপুল কুমার রায়ের একটি লিখিত অভিযোগ পেয়েছি , ঘটনার স্থানে অফিসার পাঠানো হয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।