রাশিয়ার জনগণ আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে অনেক বেশি ঐক্যবদ্ধ। রাশিয়া পশ্চিমা যেকোনো নিষেধাজ্ঞা এবং উসকানির বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে। মঙ্গলবার (৪ জুলাই) সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ভার্চুয়াল বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব বলেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই বৈঠকে অংশগ্রহণ করেছেন। বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত সপ্তাহে রাশিয়ায় ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের সশস্ত্র বিদ্রোহের পর এই প্রথম জনসমক্ষে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট। সম্মেলনে পুতিন বলেন, ‘বর্তমানে রাশিয়ার জনগণ এতটাই দৃঢ় বন্ধনে আবদ্ধ যে, অতীতের কোনো সময়ই এতটা ছিল না।’
রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ‘রাশিয়ার রাজনৈতিক মহল এবং রুশ সমাজ তাদের পিতৃভূমির ভাগ্য রক্ষায় এবং তাদের দায়িত্ববোধের পরিচয় দিয়েই সশস্ত্র বিদ্রোহের প্রচেষ্টার বিপরীতে দারুণ একতা দেখিয়েছে।’
এসসিও-এর বৈঠকে পুতিন আরও বলেন, মস্কো পশ্চিমা বিশ্বের যেকোনো অবরোধ এবং উসকানির বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে। তিনি বলেন, রাশিয়া এই সংগঠনভুক্ত দেশগুলোর সঙ্গে মৈত্রী আরও বাড়ানোর পরিকল্পনা করেছে। বিশেষ করে ভারত এবং চীনের সঙ্গে নিজস্ব মুদ্রায় লেনদেন ব্যবস্থা চালুর বিষয়টি নিয়ে রাশিয়া বেশি আগ্রহী।