সিরিয়ার ইদলিব ও লাতাকিয়ায় সন্ত্রাসীদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে রাশিয়ার হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ৩৪ জন। রুশ যুদ্ধ বিমানগুলো সোমবার লাতাকিয়ার উত্তরে এবং ইদলিবের আশেপাশে বিভিন্ন টার্গেটে বোমা ফেলে।
ইরানি গণমাধ্যমগুলোতে দু’টি সন্ত্রাসী সংগঠনের নাম জানানো হয়েছে। সোমবার তাহরিরুশ শাম এবং আল হিজবুল ইসলামি আল তুর্কিস্তানি নামের দু’টি সংগঠনের বিরুদ্ধে ওই বিমান হামলা চালায় রাশিয়া। কয়েক দফায় ওই বোমা হামলা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় একটি পর্যবেক্ষক সংস্থা আল-জাজিরাকে জানিয়েছে, দু’টি সু-২৪এস মডেলের বিমান ইদলিবের হামলায় অংশ নেয়। এছাড়া ওই বিমান দু’টি থেকে বেনিন ও আল-আরবিনেও মোট পাঁচটি হামলা হয়। আরেকটি সু-৩৪ যুদ্ধবিমান দিয়ে হামলা হয় জিসর আল-শুঘোর শহরের একটি টার্গেটে।
সম্প্রতি সিরিয়ায় সন্ত্রাসী হামলার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এরপরই সন্ত্রাসীদের অবস্থানে পাল্টা হামলা চালায় রাশিয়া। গত দুই দিনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় লাতাকিয়া ও হামা এলাকায় দুই শিশুসহ চার বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে।আহত হয়েছে আরও তিন জন। এরপর ওই সন্ত্রাসী হামলার পেছনে থাকাদের খুঁজে বের করেছে সিরিয়া সরকার।
রাশিয়ার পাশাপাশি সিরিয়ার বাহিনীও সারজা ও আল-রায়িহাহ শহরে গোলা ছুঁড়েছে। তুরস্ক সীমান্তে থাকা সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে গত ছয় দিন ধরেই উত্তেজনা বিদ্যমান রয়েছে। দামেস্ক ও মস্কো একাধিকবার নিশ্চিত করেছে যে, তারা শুধুমাত্র সন্ত্রাসীদের লক্ষ্য করেই হামলা চালায়। এর আগে সিরিয়ার সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে ২০১৫ সাল থেকে সেদেশে সেনা মোতায়েন রেখেছে রাশিয়া। সন্ত্রাসী ও জঙ্গিদের হাত থেকে সিরিয়ার বিশাল এলাকা উদ্ধারে ভূমিকা রেখেছে রুশ বাহিনী।