রয়েল আহমেদ , শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় সানজিদা খাতুন(১৮) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। নিহত গৃহবধ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী গ্রামের মাহফুজ হোসেনের স্ত্রী ও শৈলকুপার সাতগাছি গ্রামের প্র্রবাসী আমির শেখের মেয়ে।
পুলিশ সুত্রে জানা যায়, গত ৮/৯ মাস পূর্বে পারিবারিকভাবে সানজিদার সাথে আলমডাঙ্গা উপজেলার আসমানখালী গ্রামের মাহফুজের সাথে বিয়ে হয়। বিবাহের পূর্ব হতে আকাশ নামে এক যুবকের সাথে সানজিদার প্রেমের সম্পর্ক ছিল। যেকারণে বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না। এর মাঝে সানজিদার বাবার বাড়ি সাতগাছি গ্রামে বেড়াতে আসে। ১৮ ফেব্রুয়ারী (রোববার) উমেদপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামে খালার বাড়িতে বেড়াতে যায়। ঘটনার দিন সোমবার(১৯ ফেব্রুয়ারী) সেখান থেকে সাতগাছি গ্রামে আসার কথা বলে পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামে পরকীয়া প্রেমিক আকাশে বাড়িতে যায়। পরে সেখানে অবস্থান করে আকাশকে বিয়ের জন্য চাপ দেয় গৃহবধূ সানজিদা। পরে বিয়ে করতে আকাশ অস্বীকৃতি জানালে সেখানেই বিষপান করে সানজিদা। পরে প্রেমিক সানজিদাকে অচেতন অবস্থায় উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করে। পথিমধ্যে উপজেলার শেখপাড়া বাজার এলাকায় পৌছালে সানজিদার মৃত্যু হয়।
শৈলকুপা থানার অফিসার ইনর্চাজ(ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।