রয়েল আহমেদ, শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় বালি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে দুজন যাত্রী আহত হয়েছে। ঘটনাটি মঙ্গলবার(২০ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়।
স্থানীয় সুত্রে জানা যায়, বালি বোঝাই একটি ট্রাক কুষ্টিয়া হতে বালি নিয়ে ফিরছিল। ঘটনাস্থল কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের গাড়াগঞ্জ এলাকায় পৌছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় বালি বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাবারে দোকানে ঢুকে পড়ে। এসময় বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা ২ জন যাত্রী আহত হয়। এছাড়া ৩টি ভ্যান ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। ক্ষতিগ্রস্থ ট্রাকের নম্বর : ঝিনাইদহ-ট(১১-১৭৬৩)।
ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপর ট্রাকের ধাক্কায় বালি বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি ভ্যান ও দুজন যাত্রী আহত হয়েছে। প্রকৃত অপরাধী ট্রাকটি শনাক্তকরণের চেষ্টা চলছে।