এনএসবি ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘পদত্যাগপত্র’কে ভুয়া দাবি করেছে আওয়ামী লীগ। পাশাপাশি গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় সমালোচনা করেছে দলটি। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে শেখ হাসিনার ‘পদত্যাগপত্রটি’কে ভুয়া দাবি করে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, ‘দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ব এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ, একটি দৈন্যতামাত্র।’ ‘পদত্যাগপত্র’ ভুয়া দাবি করে আরও বলা হয়, ‘‘পদত্যাগপত্রে’ এখনও মুজিববর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যেই মুজিববর্ষ ২০২১ সালে শেষ! এছাড়া ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। পদত্যাগপত্রের ভাষায় যা মন চায় তা লিখে পাবলিশ করা হয়েছে।” এছাড়া শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নেয়া হয়েছে জানিয়ে পোস্টে বলা হয়, এতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য রয়েছে। আর ৫ আগস্ট ছিল ২১ শ্রাবণ, কিন্তু পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে ২০ শ্রাবণ! আওয়ামী লীগের পোস্টে দেশের মিডিয়াকে নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র না বানানোর আহ্বান জানানো হয়। পোস্টে আরও দাবি করা হয়, শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা, সেই সময় নেননি, তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন। সূত্র: সময় টিভি।