রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপার গুণী শিল্পী বাবুল বিশ্বাস এর জীবনাবসান। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের এ গ্রেডের শিল্পী বাবুল বিশ্বাস (৭৫) আর নেই। বুধবার দুপুর ১ টা ৩০ মিনিটে নিজ বাড়ি শৈলকুপার নাদপাড়া গ্রামে তিনি পরলোক গমন করেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি গত কয়েকমাস শয্যাশায়ী ছিলেন।
বাবুল বিশ্বাস ১৯৮১ সাল থেকে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের পল্লীগীতির প্রথম শ্রেণির শিল্পী ছিলেন। শৈলকুপা উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক ও সংগীত সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সুদীর্ঘকাল। তাঁর কাজের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালের শিল্পকলা একাডেমি পদকের জন্য মনোনীত হন তিনি। প্রতিবছর জেলা শিল্পকলা একাডেমি শিল্পীদের এ সম্মান দিয়ে থাকেন। আয়োজনের দীর্ঘ সূত্রিতার জন্য তিনি আর পদক গ্রহণ করতে পারলেন না।
শিল্পী বাবুল বিশ্বাস এর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই কন্যা ও এক পুত্র সন্তান, পূত্রবধুসহ, নাতি, নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।