অলোক রায় স্টাফ রিপোর্টার: সারা দেশের ন্যায় মাগুরার মহম্মদপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস -২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে, “সবার আগে সুশাসন,” জনসেবায় উদ্ভাবন ” এ-প্রতিপাদ্য নিয়ে রবিবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মকছেদুল মোমিন,অধ্যক্ষ ও প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি বিপ্লব রেজা বিকো, অধ্যক্ষ কুমারের চন্দ্র রায় , মহিলা বিষয়ক কর্মকর্তা উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ ,সমাজসেবা কর্মকর্তা প্রমূখ।