পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি : বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালীতে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এডিডিপি প্রাণিসম্পদ অধিদপ্তর,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রদর্শনী সকাল ১০:৩০টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণীসম্পদ প্রদর্শনী প্রদর্শিত হয়। প্রাণীসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন ও স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক। প্রাণীসম্পদ প্রদর্শনী স্টল প্রদক্ষিণ পরবর্তী উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.সিরাজুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ইউসুফ আলী, সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহা, নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলম,,মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মিরাজ হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রেজাউল হক বকু,বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মতিয়ার রহমান খান এবং খামারী অসিম কুমার দাসসহ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: সুদেব কুমার দাস। প্রাণীসম্পদ প্রদর্শনী মেলায় ৪৫টি স্টলে উন্নজাতের গরু,ভেরা,হাস মুরগী ও উন্নজাতের কবুতর প্রদর্শীত হয় এবং মেলা শেষে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও অর্থ প্রদান করা হয়।