রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৪ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

নির্বাচনকালীন সরকারের বিষয়ে কোনো প্রস্তাব পায়নি বাংলাদেশ

Reporter Name
Update : রবিবার, ১১ জুন, ২০২৩, ৬:১৯ অপরাহ্ন

জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের মধ্যে সংলাপ বা নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে বহির্বিশ্ব থেকে বাংলাদেশ কোনো প্রস্তাব পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার (১১ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে থেকেই যেমন রাজপথে সক্রিয় রাজনৈতিক দলগুলো, তেমনি কূটনীতিকরাও দেখা করছেন মন্ত্রী, এমপি, বিরোধী রাজনৈতিক নেতাদের সঙ্গে। উঠছে আন্তর্জাতিক চাপ এবং মধ্যস্ততায় সংলাপের পক্ষে-বিপক্ষে নানা কথাও। তবে রাজনীতির মাঠের এসব আলোচনা কূটনীতির টেবিলে নেই বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্ততায় সংলাপের যে কথা বলেছেন সেটাও বাস্তব প্রেক্ষাপটের সঙ্গে মিলছে না বলেই মনে করেন শাহরিয়ার আলম।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সংলাপের জন্য আন্তর্জাতিক কোনো চাপ বা প্রস্তাব কিছুই পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।
 
আর জাতিসংঘের মধ্যস্ততার আলোচনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ কোনো কনফ্লিক্ট জোন না। তবে নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরি করতে কাজ করা হচ্ছে।’
 
এদিকে জেনেভায় ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিটে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ জুন সুইজারল্যান্ডে যাচ্ছেন। প্রতিমন্ত্রী জানান, এই সামিটে বাংলাদেশের লক্ষ্য ইউরোপসহ বিশ্ববাজারে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা আদায়ের প্রেক্ষাপট তৈরি করা।
 
সম্প্রতি পাইলট প্রকল্পের মাধ্যমে কিছু রোহিঙ্গাকে মিয়ানামারে ফেরত পাঠানোর যে উদ্যোগ বাংলাদেশ নিয়েছিল, সেটা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক দূত। তার এই আহ্বান প্রত্যাখ্যান করে প্রতিমন্ত্রী এক্ষেত্রে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার অবস্থানেরও সমালোচনা করেন।
 
এছাড়া ট্রানজিট ক্যাম্পে প্রত্যাবাসনগামী রোহিঙ্গাদের জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের চার বেলা খাবার না দেয়ার বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিষয়টি জাতিসংঘের নজরে আনা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host