ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় উপজেলায় পরকীয়া প্রেমের জের ধরে চাচা লাল্টু মোল্লা (৩২) কে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা আসাদ ও মিরাজ।
বৃহস্পতিবার (১ ফেব্রয়ারি) দুপুরে উপজেলার কাকুড়াডাংগা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের মাঠ থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন চাচা লাল্টু মোল্লা। পথে তার প্রতিবেশি ভাতিজা আসাদ ও মিরাজ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত লাল্টু মোল্লা গত বছর পরকীয়া প্রেমে জেরে বড় ভাবিকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। এনিয়ে একই দুই পরিবারের মাঝে বিরোধ চলে আসছিল। তার জের ধরে এই হত্যা কাণ্ড ঘটে।
শৈলকুপায় থানার ওসি শফিউল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরকীয়া প্রেমের জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।