খুলনা প্রতিনিধি।। খুলনা প্রেসক্লাবের সদস্য, দৈনিক পূর্বাঞ্চলের মফস্বল সম্পাদক ও খুলনা আলিয়া কামিল মাদরাসার শিক্ষক ইতিহাসবিদ অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনী (৭৮) ইন্তিকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) ।
বৃহস্পতিবার ১৮ এপ্রিল সকাল সাড়ে ৭টায় খুলনা মহানগরীর হাজী মহাসিন রোডস্থ নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বাসায় চিকিৎসাধীন ছিলেন।
মরহুমের জানাজার নামাজ বাদ আছর খুলনা আলিয়া মাদরাসার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।