রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ইলেকশন কমিশন সেনাবাহিনী প্রহরায়

এন এস বি ডেস্ক
Update : বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ১:৩২ অপরাহ্ন

এনএসবি ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) নিরাপত্তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিতে স্থানান্তরসহ দুদফা দাবিতে কমিশনের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা।

সকাল থেকে ইসির সামনে আইডিইএ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নেন। ফলে এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য তারা এনআইডি সেবা বন্ধও করে দিয়েছেন তারা। তারা জানিয়েছেন, এ প্রকল্পের আওতাধীন কর্মীদের অবিলম্বে আউটসোর্সিং থেকে রাজস্বের অধীনে নিয়ে আসতে হবে। এ সময় তারা অনির্দিষ্টকালের জন্য এনআইডি সেবা বন্ধেরও ঘোষণা দেন। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল থেকে তাদের এ কর্মসূচি শুরু হয়। দাবি মেনে নেয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তারা। ইসি সূত্র জানায়, আইডিইএ প্রজেক্টের লোকবল ২ হাজার ২৬০ জন। এদের মাধ্যমেই এনআইডির যাবতীয় কাজ সম্পন্ন করে থাকে ইসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host