মোঃ গোলাপ মিয়া, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের মধুপুর ১ নং ওয়ার্ডের মৃত্যু নিশি কান্তের পুত্র নিতাই চন্দ্র রায়ে কাছ থেকে সুদের টাকার জন্য ৭ শতাংশ জমি জোরপূর্বক লিখে নেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার ইদ্রিস মিয়া গংদ্বয়ের বিরুদ্ধে।
জানাযায় গত ১৭/৯/২০২৪ ইং তারিখে সুদের টাকার জন্য ইদ্রিস মিয়া,হাবিবুর,সাইফুল সহ আরো ৩/৪ জন যোগসূত্র একত্রিত হয়ে নিশি কান্তের পুত্র নিতাই চন্দ্র কে আদিতমারী সাব রেজিস্ট্রার অফিস নিয়ে ৭ শতাংশ জমি অতি সু কৌশলে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে। নিতাই চন্দ্র রায় জমি রেজিস্ট্রি করে দেওয়া পর থেকে বাড়ীর লোক জন কোথাও খুঁজে না পেয়ে এলাকাবাসীদের অবগত করেন। ৩-৪ দিন পরে নিতাই চন্দ্র রায়কে বাড়ীর লোক জন এবং স্থানীয় ২-৩ জন সহ সারপুকুর ইউনিয়নের খারুভাজ নামক স্থান থেকে উদ্ধার করেন। নিতাই চন্দ্র রায় বলেন জোর পূর্বক সুদের টাকার জন্য আমাকে মৃত্যুর হূমকি দিয়ে ৭ শতাংশ জমি আদিতমারী সাব রেজিস্ট্রার অফিসে জমি লিখে নিয়ে আমাকে তুলে নিয়ে বিভিন্ন জায়গায় আটকে রাখেন ইদ্রিস আলী গংদ্বয়।
জমি লিখে নেওয়ার বিষয়টি জানাজানি হলে পরবর্তীতে উক্ত জমি ফিরত দিবে মর্মে স্থানীয় লোকজনের সম্মুখে অঙ্গীকার করেন ইদ্রিস আলী। ৮ দিন গত হলেও আজকাল বলে সময় অতিবাহিত করছেন মোঃ ইদ্রিস আলী গংদ্বয় । এই ব্যাপারে আদিতমারী থানা একটি মামলা দেওয়া প্রস্তুতি চলছে।
বিষয়টি উদ্ধতম কর্তৃপক্ষ সরজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া দাবি জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিগণ।