এন এস বি ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। সকালে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশী ১৫৪৯ জনের সঙ্গে বৈঠক করেন। এরপর চূড়ান্ত করা হয় ৪৮ জনকে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে চূড়ান্ত হওয়া ৪৮ জন নারী প্রার্থীর নাম পড়ে শোনান।
সংরক্ষিত আসনে আওয়ামী লীগ যাদেরকে মনোনয়ন দিয়েছে তাদের মধ্যে রয়েছেন-
১. রেজিয়া ইসলাম
২. দ্রৌপদী দেবী আগারওয়ালা
৩. আশিকা সুলতানা
৪. রোকেয়া সুলতানা
৫. কোহেলি কুদ্দুস
৬. জেবিন মাহবুব
৭. রুনু রেজা
৮. ফরিদা আকতার
৯. ফারজানা সুমি
১০. খালেদা বাহান
১১. নাজনীন নাহার
১২. ফরিদা ইয়াসমিন
১৩. উম্মে ফারজানা
১৪. মাহফুজা সুলতানা
১৫. পারভীন জামান
১৬. অ্যারোমা দত্ত
১৭. অনিমা মুক্তি
১৮. মাসুদা সিদ্দিক
১৯. তারানা হালিম
২০. বেগম শামসুন্নাহার
২১. মেহের আফরোজ চুমকি
২২. অরুনা চক্রবর্তী
২৩. কানন আরা বেগম
গত ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংরক্ষিত আসনে মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগ। তিন দিনে মোট ১৫৪৯ ফরম বিক্রি করেছে দলটি। যা থেকে আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।
মূলত জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। একেকটি রাজনৈতিক দল ছয়টি আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন পান। এ হিসেবে নিজেদের এবং স্বতন্ত্রদের সমর্থন পাওয়ায় আওয়ামী লীগ পাবে মোট ৪৮ আসন।
দলীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। একেকটি রাজনৈতিক দল ছয়টি আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন পান। এ হিসেবে নিজেদের এবং স্বতন্ত্রদের সমর্থন পাওয়ায় আওয়ামী লীগ পাবে মোট ৪৮ আসন।