খুলনা প্রতিনিধিঃ ক্যান্সারে আক্রান্ত মাদরাসা ছাত্র নূরুজ্জামান মানিককে আর বাঁচানো গেলোনা। শনিবার খুমেকে চিকিৎসাধীন অবস্থায় পিতা মাতা ও স্বজনদের কাঁদিয়ে সে চলে গেলো না ফেরার দেশে।
ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া গ্রামের নূর ইসলাম মোল্যার একমাত্র ছেলে নূরুজ্জামান মানিক আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। দিনমজুর পিতা মাতার ৩ সন্তানের মৃত্যুর পর সে ছিল একমাত্র বুকের ধন। ৪ মাস আগে গলায় টিউমার অপারেশন করার পর মানিকের ব্লাড ক্যন্সার ধরা পড়ে। অর্থাভাবে মানিকের চিকিৎসা কষ্টকর হয়ে পড়েছিল। বিভিন্ন পত্রিকায় ‘ক্যান্সারে আক্রান্ত মাদরাসা ছাত্র মানিককে বাঁচাতে এগিয়ে আসুন’ শীরোণামে সংবাদ প্রকাশিত হয়েছিল। ৩ মাস ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত দেড়টায় দুরন্তপনা আর পড়ালেখার স্বপ্ন ম্লান করিয়ে মানিক চলে যায় না ফেরার দেশে। শনিবার আসর বাদ নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে মানিকের লাশ দাফন করা হয়েছে।