পি কে অলোক, ফকিরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শিশিুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা পুরস্কার বিতরন কেক কাটা ও আলোচনা সভা বুধবার দুপুরে ১২টায় পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্যানেল চেয়ারম্যান শেখ আহম্মদ আলীর সভাপতিত্বে ও ইউপি সচিব প্রসুন কুমার দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফিরোজ খান, মোঃ হারুনার রশিদ, নারী নেত্রী তিথি রানী অধিকারী, সম্পা রানী দাশ, ইউনিয়ন হাইসাওয়া প্রকল্পের সমন্বয়কারী রাবেয়া খাতুন ও আখিনুর খাতুন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।