কাওসার আলম মিঠু, মাদারীপুর প্রতিনিধিঃ জাতীয় কর্মসূচির অংশ হিসেবে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আচমত আলী খান অডিটোরিয়ামে আয়োজিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান। প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ মোতালেব মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজৈর উপজেলা ভাইস-চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা মস্তফা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারী জমির উদ্দিন খান, মহিলা আওয়ামীলীগের সভাপতি শিল্পী রানী মন্ডল, সেক্রেটারী ও পৌর মেয়র নাজমা রশিদ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবর্গ ও উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভা পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম ফারুক।