কাওসার আলম মিঠু, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার নবনির্বাচিত পৌর মেয়র মোঃ খালিত হোসেন ইয়াদের বিজয়ে আ ফ ম বাহাউদ্দিন নাসিম এর বাসভবনে মাদারী পুর জেলা যুবলীগের সভাপতি মোঃ আতাহার সর্দারের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ গ্রহণ করেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃঞ দে ,নব নির্বাচিত পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ,যুবলীগের জেলা কমিটির নেতা সেলিম মোল্লা,হাফিজুর রহমান (হাবিব মোল্লা),রাজের পৌর কমিটির যুবলীগ নেতা কাজি সাইদুর রহমান প্রমুখ। উক্ত সভাপরিচালনা করেন জেলা যুবলীগ নেতা ও মাদারীপুর সাংবাদিক কল্যান সমিতির নেতা মোঃ নাজমুল হক মাতব্বর। প্রধান অতিথি জাতীয় নেতা আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন,এবিজয় শেখ হাসিনার বিজয়,বঙ্গবন্ধুর আদর্শের বিজয়।