মোঃ গোলাপ মিয়া আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটে আদিতমারী উপজেলা ভেলাবাড়ী ইউনিয়নে ভিক্ষুবদের পূর্নবাসনের জন্য গরু ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান ভার্চুয়াল এর মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি, ২৫ শে জানুয়ারী রোজ মঙ্গলবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে লালমনিহাট ২ আসনে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন সংলগ্ন ভেলাবাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে ৬৮ জন ভিক্ষুক পূর্নবাসনের জন্য প্রত্যেক ভিক্ষুককে ৩০ হাজার টাকার মধ্যে ১টি গরুর বাছুর নগত ৪ হাজার টাকা দেওয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক উপজেলা নির্বাহী কর্মকর্তা জি,আর, সারোয়ার ,উপজেলা ভূমি কমিশনার দিলসাত জাহান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী ইউপি সদস্য আলতাফ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।