মোঃ গোলাপ মিয়া আদিতমারী লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে আদিতমারী উপজেলার সীমান্তবর্তী ০২ নং ভেলাবাড়ী ইউনিয়নে কানী পাড়া গ্রামে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৫৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ ।
২৪শে জানুয়ারী সোমবার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নে কানীপাড়া এলাকা গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই কাওসার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও দেশীয় অস্ত্রসহ ফারুক ও লিটন মিয়া নাম দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আদিতমারী থানা অফিসার ইনচার্জ মুক্তারুল ইসলাম বলেন ফেন্সিডিল ও দেশীয় অস্ত্র সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃত আসামীদের মাদকদ্রব্য বিশেষ আইনে মামলা দায়ের করা হয়েছে।