মোঃ গোলাপ মিয়া আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা কমলাবাড়ী ইউনিয়নে কুমড়ীরহাট ভেটেশ্বর গ্রামে আদিতমারী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি প্রণোদনা আওতাধীন ৫০ একর বোর ধানের চারা রোপণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ শে জানুয়ারী রোজ মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে আদিতমারী উপজেলা কৃষি অফিসার শামীম আশরাফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি,আর, সারোয়ার কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদ উমর চিশতী ইউপি সদস্য আব্দুরহমান সহ কৃষক স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।