খুলনা প্রতিনিধি।। পেশাজীবী সামাজিক সংগঠন”ডুৃমুরিয়া ফাউন্ডেশন “এর আয়োজনে ডুৃমুরিয়া উপজেলার ১০ নং ভান্ডারপাড়া ইউনিয়নের রোববার শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ধারাবাহিক এ কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন প্রধান পৃষ্ঠপোষক সাবেকমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ (এমপি)।
প্রধান উপদেষ্টা প্রফেসর ডাঃ বিশ্বাস আখতার হোসেন ও সভাপতি অধ্যক্ষ আঃরশীদ মোড়লের সম্মতিক্রমে উদ্বোধন করেন -অধ্যক্ষ সৌমেন মন্ডল -বান্দা স্কুল এন্ড কলেজ।
তত্বাবধানে -দেবপ্রসাদ বিশ্বাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,ডুৃমুরিয়া ফাউন্ডেশন
সার্বিক দিকনির্দেশনায়-শামীম আহমেদ বাপ্পী সাধারন সম্পাদক ও রবিউল ইসলাম বাবু,সমন্বয়ক,শীতবস্ত্র বিতরণ কমিটি।
সার্বিক সহযোগীতায়-লবিত্র বিশ্বাস, সনজয় বিশ্বাস (মেম্বার) দিপংকর মিস্ত্রি, অশোক গোলদার, ফজলে,আশীষ রাহা প্রমুখ।