একবার ছুঁয়ে দেখ,আগুনের পরশমণি-
হৃদয়ে কান পাতলেই রক্তপাতের শব্দ,
অন্তরের উপলব্ধিতেই বেলফুলের গন্ধ
অথচ দীর্ঘ উপেক্ষিত ব্রাত্যজনের মত।
শীতের পর বসন্ত আসবে চুপিচুপি ঋতুমতী,
ফাগুনের হাওয়ায় হাওয়ায় উড়বে অনুরাগ…
শিমুল পলাশের ডালে ডালে পাখিরা গাইবে…
মনপিঞ্জরায় ভাস্বরিত অনুভূতির বর্ণমালা।
হৃদয়ে হৃদয়ে মেশেনি আনমনা উদাসী-
শরীর!সে আপেক্ষিক উপোসী যাযাবর,
প্রেম আসে,প্রেম যায় বসন্ত যাওয়ার মত-
আগামীর আকাঙ্ক্ষায় পবিত্র দিনযাপন।
(অধ্যাপক,সিটি কলেজ,পশ্চিমবঙ্গ,ভারত)