মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ২১বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করেছে ৫৮ বিজিবি।
মঙ্গলবার রাত ৩টার দিকে ভারতীয় সীমান্তের মাটিলা বিওপির মাটিলা গ্রামের মাঠের মধ্যে থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ৪জন পুরুষ, ১২জন নারী ও ৫ শিশু রয়েছে। অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনু প্রবেশের সময় তাদের আটক করা হয়। তারা বেশিরভাগই যশোরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
মহেশপুর বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক তসলিম মো. তারেক জানান, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা করে সোপর্দ করা হয়েছে।