নওগাঁ জেলা প্রতিনিধি: সন্ত্রাসী কায়দায় প্রকাশ্য দিবালোকে এক কৃষকের দেড় বিঘা জমির শরিষা লুট করেছে দুবৃত্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়ার ৩দিন পরও মামলা রেকর্ড করেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ফারাদপুর গ্রামে। জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে গত ১২ জানুয়ারি ফারাদপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র মো. নজরুল ইসলাম ও মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একদল দুবৃত্ত একই গ্রামের মৃত শামসুর রহমানের পুত্র মো. মকবুল হোসেনের দেড় বিঘা জমির শরিষা প্রকাশ্য দিবালকে লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ওইদিনই মকবুল হোসেন বাদী হয়ে মো. নজরুল ইসলাম ও মো. রফিকুল ইসলামসহ ৮জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের ৩ দিন পরও রহস্যজনক কারণে শনিবার পর্যন্ত অভিযোগটি মামলা আকারে রেকর্ড করেনি পুলিশ। এদিকে অভিযুক্তরা নানাভাবে মকবুল হোসেন ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করছে বলে মকবুল হোসেনের স্ত্রী ফিরোজা অভিযোগ করেন। হুমকীর মুখে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জুয়েলের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে জানান, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।