গৌরনদীতে যেতে পারছেন না গৌরনদী-আগৈলঝাড়া আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন। তাই বরিশাল মহানগরীতে তার অপর বাড়িতে বসে কর্মীসভা করছিলেন। সেখানেও ব্যাপক হামলা ভাঙচুর করা হয়েছে। রোববার নগরীর ভাটিখানা প্রথম গলিতে এ ঘটনা ঘটে। এ সময় জহির উদ্দিন স্বপনের বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুরসহ কর্মীদের মারধর করা হয়েছে। কাউনিয়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও হামলাকারীদের কাউকে আটক করতে পারেনি। হামলায় বিএনপির অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। হামলার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সকালে গৌরনদী আসন্ন পৌর মেয়র নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত প্রার্থী হান্নান শরীফসহ এলাকার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বরিশাল নগরীর ভাটিখানা রোডস্থ শরিকল ভবনে সভা করছিলেন সাবেক এমপি জহির উদ্দিন স্বপন।