আপন রহমান
আবার যদি তুমি ফিরে আসো
নীল অভিমানে পোঁড়া এ বুকে
সুখের সুনীলে আবার ভেসে যাবো
প্রেমের ঢেউ বহে যেদিকে।
অজস্র গোলাপের মৃত লাশ বুকে নিয়ে
এই আমি ঢের পথ হেটেছি
তোমার শেষ চিঠি বুকের পাঁজরে নিয়ে
সহস্র জনম কেঁদে চলেছি।
আকাশে উড়ে যায় দুধরঙ সাদা পাখি
তুমি ভেবে ডাকি তারে ফিরে আয়
কে শোনে কার কথা কে বোঝে কার ব্যথা
যার আপন নীড়ে সে ফিরে যায়।
আবার যদি তুমি ফিরে আসো
বেদনার পলি জমা এ চরে
সুখের জ্যোৎস্না দিয়ে ধুয়ে মুছে
বেদনাকে তাড়াবোই চিরতরে।