মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কুমিল্লায় করোনা আক্রান্তের হার হঠাৎ দ্বিগুণ

নিউজ ডেস্ক
Update : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ৯:৫২ পূর্বাহ্ন

কুমিল্লায় এক সপ্তাহের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের হার দ্বিগুণ হয়েছে। সোমবার জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার কুমিল্লায় ২৯২টি নমুনা পরীক্ষার ফল আসে। এর মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তের হার ১৬ দশমিক ১ শতাংশ। যা গত সপ্তাহে ছিল ৮ শতাংশ। এছাড়া সংখ্যা ও হার বিবেচনায় সোমবার এক মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন বলেন, কুমিল্লায় রোবাবার করোনাভাইরাসে আক্রান্তের হার ছিল ৮ দশমিক ৫, শনিবার ৯ দশমিক ১, শুক্রবার ১৪ দশমিক ১, বৃহস্পতিবার ৭, বুধবার ৯ দশমিক ৭ এবং মঙ্গলবার ৮ শতাংশ।

তিনি আরো বলেন, সোমবার পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৫ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৯৩ জন। এছাড়া কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪৫১ জন মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host