
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কামাল উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
গত ৫ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। তিনি এর আগে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন কামাল উদ্দিন।