Templates by BIGtheme NET
Home / জাতীয় / সাগর-রুনি হত্যা তদন্ত প্রতিবেদন সহসাই আলোর মুখ দেখবে-নড়াইলে স্বরাষ্ট্রমন্ত্রী

সাগর-রুনি হত্যা তদন্ত প্রতিবেদন সহসাই আলোর মুখ দেখবে-নড়াইলে স্বরাষ্ট্রমন্ত্রী

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাগর-রম্ননি দম্পতির হত্যা মামলার তদমত্ম প্রতিবেদন সহসাই আলোর মুখ দেখবে। হত্যাকান্ডে র‌্যাব দু’জনের ডিএনএ’র অসিত্মত্ব পেয়েছিল। সেইগুলো বিভিন্ন জায়গায় ম্যাচিং করার চেষ্টা চলছে। বিসত্মারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে শনিবার (১১ ফেব্রম্নয়ারি) দুপুর ১টার দিকে নড়াইলের নড়াগাতি থানার অরম্নণিমা রিসোর্ট গলফ ক্লাব চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। সাগর-রম্ননি হত্যা মামলার তদমত্ম প্রতিবেদন আদালতের নির্দেশনা অনুযায়ী ২১ মার্চ পরবর্তী তারিখ ধার্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী চেষ্টা চলছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খুলনা রেঞ্জের ১০ জেলার উধ্বর্তন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান বিপিএম পিপিএম, র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি একরামুল হাবীব, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, সাতÿীরার পুলিশ সুপার আলতাফ হোসেনসহ উধ্বর্তন পুলিশ কর্মকর্তারা। এদিকে, ভিÿুকমুক্ত খুলনা বিভাগ গড়ার লÿÿ্য খুলনা রেঞ্জের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের একদিনের বেতনের ৫৮ লাখ ১২ হাজার ২০৯ টাকার চেক বিভাগীয় কমিশনার আবদুস সামাদের নিকট হসত্মামত্মর করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরম্নল হক মুক্তি, সংরÿÿত সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন ছুটি, নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান প্রমুখ। জানা যায়, নড়াইল জেলা দেশের প্রথম ভিÿুকমুক্ত জেলা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার অপেÿায় আছে। নড়াইলের ৭৯৮জন ভিÿুকের কেউ আর ভিÿা করেন না। এর মধ্যে ২০জন দৃষ্টিহীন, দু’জন বধির ও দু’জন বোঁবাসহ বিভিন্ন পর্যায়ের ৩৯জন প্রতিবন্ধীব্যক্তি আছেন। সবমিলিয়ে ৭৯৮জন ভিÿুকের হাত এখন কর্মীর হাতে পরিণত হয়েছে। পরে মন্ত্রী নড়াইলের কালিয়া থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শুক্রবার দুপুরে অরম্নণিমা রিসোর্ট গলফ ক্লাব এসে পৌঁছালে তাকে গার্ড অব অনার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ওইদিন বিকেলে মন্ত্রী ও তার পরিবারের সদস্যরা অরম্নণিমা রিসোর্ট গলফ ক্লাব ঘুরে দেখেন। এ সময় পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Social Media Sharing

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful