ঝিনাইদহ প্রতিনিধি: জেলার শৈলকুপা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পানি দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: উসমান গনি সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা। এছাড়াও বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি,সহকারী কমিশনার এস,এম মুনিম লিংকন,উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুন্ডু প্রমুখ।
প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ‘‘Waste Water’’ বিষয়ক প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পানি দিবস পালন করা হয়েছে।দিবসটি পালনের জন্য উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরে বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা খগেন্দ্র নাথ রায় ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন প্রমূখ।