Templates by BIGtheme NET
Home / জেলার খবর / ফুলবাড়ীতে পিকনিক বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ

ফুলবাড়ীতে পিকনিক বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের সাথে শিক্ষার্থীদের পিকনিক বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে শিউলী আক্তার (১৭), কেয়া আক্তার (১৩), হাসিনা খাতুন (১৫), আফরোজা আক্তার (১৪) ও সাথী আক্তার (১৫) পাঁচ শিক্ষার্থী গুরম্নতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ীর ছোট যমুনা নদীর বড় ব্রীজের পশ্চিম পার্শ্বের সড়কে। এ ঘটনায় ৩০মিনিট ফুলবাড়ী-দিনাজপুর-বগুড়া-রংপুর সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আহত পাঁচ শিক্ষার্থী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মুরারীপুর প্রত্যাশা প্রাইভেট সেন্টারের শিক্ষার্থী। এদেরকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।প্রত্যক্ষদর্শী মোশাররফ হোসেন, আব্দুর রাজ্জাক ও মো. আলম বলেন, কোন কিছু বুঝে ওঠার আগেই দাঁড়িয়ে থাকা ট্রাককে দ্রম্নত গতিতে এসে পিকনিকের ওই বাসটি ধাক্কা দেয়। এতে বিকট শব্দে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসের ছেলেমেয়েদের আর্তনাদে স্থানীয়রা দ্রম্নত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যায়। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। তবে এতে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।  মুরারীপুর প্রত্যাশা প্রাইভেট সেন্টারের সত্বাধিকারী মো. সোলায়মান বলেন, প্রাইভেট সেন্টার থেকে ষষ্ঠ শ্রেণি থেকে শুরম্ন করে একাদশ শ্রেণির ৬০জন শিক্ষার্থীকে নিয়ে বীরগঞ্জ মুরারীপুর থেকে (ঢাকা মেট্রো-চ-৭৩৩৫) নম্বরের বাসটি বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী যাওয়ার পথে ফুলবাড়ীর ছোট যমুনা নদীর বড় ব্রীজের পশ্চিম পার্শ্বে রাসত্মায় দাঁড়িয়ে থাকা (ঢাকা-মেট্রো-ট-২০-৪৯৫৯) মাল বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস ও ট্রাকের সামনের বাম পার্শেবর ব্যাপক অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বাসের বিভিন্ন শ্রেণির অমত্মত ১৫জন শিক্ষার্থী আগত হয়। এদের মধ্যে শিউলী আক্তার, কেয়া আক্তার, হাসিনা খাতুন, আফরোজা আক্তার ও সাথী আক্তার একটু বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরম্নল ইসলাম বলেন, দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসা নিতে আসা আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। সামান্য আঘাতপ্রাপ্তদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কারো মৃত্যু ঘটেনি কিংবা মৃত্যু ঘটার কোন আশঙ্কা নেই। সকলেই বিপদমুক্ত রয়েছেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধারসহ বাস ও ট্রাক রাসত্মা থেকে সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে। এ পর্যমত্ম কোন পক্ষ থেকেই থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে তদমত্মসাপেÿÿ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Social Media Sharing

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful