পাবনা প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে র্যালি, আলোচনা সভা, কেক কাটাসহ নানা আয়োজনে পাবনায় চ্যানেল আই এর ১৯তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে পাবনা প্রেস ক্লাব চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবে এসে শেষ হয়। পরে পাবনা প্রেস ক্লাবের ভিআইপি অডিটরিয়ামে আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমার চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি মাহবুব-উল আলম মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল। বিশেষ অতিথি ছিলেন, পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট রনেশ মৈত্র, পাবনা প্রেস ক্লাবের সভাপতি পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যÿ প্রফেসর শিবজিত নাগ, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আখিঁনুর ইসলাম রেমন। অন্যদের মধ্যে বক্তব্য দেন পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট শাহ আলম, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শহিদ মোহাম্মদ ইব্রাহিম, কথা সাহিত্যিক আখতার জামান, সরকারি শহীদ বুলবুল কলেজের শিক্ষক অধ্যাপক আব্দুর রাজ্জাক, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ নরেশ মধু, যুগামত্মর স্বজন সমাবেশের সাধারন সম্পাদক ভাষ্কর চৌধুরী, অধ্যাপক নিহার আফরোজ জলি, নাট্য ব্যক্তিত্ব ফরিদুল ইসলাম খোকন প্রমুখ। অনুষ্ঠানে চ্যানেল আই এর জন্মদিন উপলক্ষে একটি সুদৃশ্য কেক কেটে জন্মদিনের উৎসব পালন করা হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন পাবনা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামাল সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চ্যানেল আই এর পাবনা প্রতিনিধি আখতারম্নজ্জামান আখতার।