ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে শনিবার অজ্ঞাত (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ঝিনাইদহ মাগুরা সড়কের বসুন্ধারা ইটভাটার সামনের রাস্তায় পড়ে ছিল। পুলিশের ধারণা সড়ক দুর্ঘটনার পর প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
হাটগোপালপুর পুলিশ ফাড়ির এসআই তারিফুল ইসলাম জানান, আজ দুপুরে লাশের ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ ভাবে দাফনের জন্য ঝিনাইদহ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তিটি মানসিক প্রতিবন্ধি বলে ধারণা করা হচ্ছে। রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে।