আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর কেশবপুর (যশোর) প্রতিনিধি : বিল বোর্ডে সুন্দর চেহারা দেখে মনোনয়ন দেয়া হবে না। বিভিন্ন পর্যায়ে জরিপ চলছে। এই জরিপে যিনি এগিয়ে থাকবেন এবং জনগণের সাথে যার সম্পর্ক রয়েছে, জনগণ যাকে ভালোবাসে শেখ হাসিনা তাকেই মনোনয়ন দিবেন। মন্ত্রী বলেন, সংখ্যালঘুদের বাড়িঘর জায়গা জমি দখলবাজ, দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আওয়ামীলীগে জায়গা হবেনা। আগামী নির্বাচনে আওয়ামীলীগকে জয়ী করতে হলে জনগণের কাছে যেতে হবে। সরকারের উন্নয়নের কথা জনগণকে জানাতে হবে। নির্বাচনের আগে সকল রাস-ার উন্নয়ন হবে এবং বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। মঙ্গলবার সকালে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি সাতক্ষীরায় যাওয়ার পথে কেশবপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে পথসভায় আওয়ামীলীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরও বলেন, শত শত নেতা কর্মী এসে মহাসড়ক বন্ধ করে যদি সমাবেশ করেন তাতে জনগণের দূর্ভোগ বাড়বে। সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের শতশত আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা কর্মীরা শহীদ দৌলত বিশ্বাস চত্বরে সমবেত হন মন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্যে।