খুলনা: খুলনার চাঁনমারি বাজার এলাকায় মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।রাস্তায় তাকে একা পেয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে উপযুপরি আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহত খলিলুর রহমান সিয়াম (১৬) রূপসা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। তার বাবার নাম আইনাল হক।পুলিশ জানায়, চাঁনমারি বাজারের কাছে দুষ্কৃতকারীরা সিয়ামকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। ধারালো অস্ত্রের আঘাতে তার মাথা মারাত্মক জখম হয়।কয়েক মিনিটের মিশন শেষে দুষ্কৃতকারীরা তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরা সুলতানা জানান, মাদক নিয়ে সহপাঠীদের সঙ্গে সিয়ামের বিরোধ ছিল। এ কারণে তার বিরোধীরা তাকে খুন করে থাকতে পারে।