Templates by BIGtheme NET
ব্রেকিং নিউজ ❯
Home / জেলার খবর / কেসিসি নির্বাচনে ৪১ আসনে কাউন্সিলর পদে আ’লীগের মনোনয়ন

কেসিসি নির্বাচনে ৪১ আসনে কাউন্সিলর পদে আ’লীগের মনোনয়ন

খুলনা প্রতিনিধিঃ সিটি কর্পোরেশন নির্বাচনে ৩১ টি সাধারণ ওয়ার্ড এবং ১০ সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। আজ সোমবার বিকালে মনোনয়নের এ সিদ্ধামত্ম প্রকাশ করেছে মনোনয়ন বোর্ড। গত রবিবার বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার বোর্ডের সদস্য ১৭৪ আবেদন কারীর মধ্যে ৪১ জনকে মনোনয়ন দেয় বোর্ড। মনোনীত কাউন্সিলররা হলেন-খুলনা সদর থানার ২১ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, ২২ নং ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বিকু, ২৩ নং ওয়ার্ডে মহানগর আওয়ামী লীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বিরেন্দ্র নাথ ঘোষ, ২৪ নং ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এ এন এম মাঈনুল ইসলাম নাসির, ২৭ নং ওয়ার্ডে মহানগর আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, ২৮নং ওয়ার্ডে মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজমল আহমেদ তপন, ২৯ নং ওয়ার্ডে সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও খুলনা ভিশনের ব্যবস্থাপনা পরিচালক ফকির মো. সাইফুল ইসলাম, ৩০ নং ওয়ার্ডে সাবেক কমিশনার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম মোজাফফর রশিদী রেজা, ৩১ নং ওয়ার্ডে মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক  এস এম আসাদুজ্জামান রাসেল, ০৮নং ওয়ার্ডে জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম, ০৯নং ওয়ার্ডে নিভানা পারভীন, ১০নং ওয়ার্ডে লুৎফুন নেছা লুৎফা, সোনাডাঙ্গা থানার ১৬ নং ওয়ার্ডে ওয়ার্ড সভাপতি শেখ আবিদ উলস্নাহ, ১৭নং ওয়ার্ডে মহানগর যুবলীগ যুগ্ম আহবায়ক মনিরম্নজ্জামান সাগর, ১৮ নং ওয়ার্ডে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিএম আরিফ, ১৯ নং ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মোতালেব মিয়া, ২০ নং ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি চ. ম মুজিবর রহমান, ২৫নং ওয়ার্ডে মহানগর আওয়ামী লীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বর্তমান কাউন্সিলর আলী আকবর টিপু, ২৬নং ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুল আজিজ, ০৬ সংরক্ষিত আসনে সাবেক কাউন্সিলর আমেনা হালিম বেবী, ০৭নং ওয়ার্ডে সোনাডাঙ্গা থানার মহিলা আওয়ামী লীগ সভাপতি বর্তমান কাউন্সিলর মাহমুদা বেগম, খালিশপুর থানার ৭নং ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ সেলিম আহমেদ, ৮নং ওয়ার্ডে খালিশপুর থানা যুবলীগ আহবায়ক ও বর্তমান কাউন্সিলর মো. সাহিদুর রহমান, ৯নং ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোলস্না হায়দার আলী, ১০নং ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা এস এম সায়েম মিয়া, ১১ নং ওয়ার্ডে ওয়ার্ড সভাপতি মুন্সি আব্দুল ওয়াদুদ, ১২ নং ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মো. আসলাম খান মুরাদ, ১৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এস এম খুরশীদ আলম টোনা, ১৪ নং ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহজাহান জমাদ্দার, ১৫নং ওয়ার্ডে মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য বর্তমান কাউন্সিলর মো. আমিনুল ইসলাম  মুন্না, সংরক্ষিত আসন-০৩ নং-এ রেহানা গাজী, সংরক্ষিত আসন ০৪ এ বর্তমান কাউন্সিলর পারভীন আক্তার, সংরক্ষিত ০৫ আসনে তাসলিমা আক্তার লিমা, দৌলতপুর থানার ০১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শাহাদাৎ মিনা, ০৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আব্দুস সালাম মাষ্টার, ০৪নং ওয়ার্ডে গোলাম রাববানী টিপু, ০৫ নং ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. হারম্নন অর রশিদ, ০৬নং ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম ওয়াজেদ আলী মজনু, ০১ নং সংরক্ষিত আসনে ফাতেমা তুজ জোহরা,  ০২নং সংরক্ষিত আসনে সাহিদা বেগম, খানজাহান আলী থানার ২নং ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. সাকিল আহমেদকে কাউন্সিলর পদে মনোনয়ন দেয়া হয়েছে বলে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

Social Media Sharing

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful