আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুড়িভদ্রা নদী থেকে পানি প্রবাহে বাঁধা সৃষ্টিকারি প্রায় শতাধিক বাঁশের তৈরি বেড়া (পাটা), দুই শতাধিক কোমর (পালা) ও অসংখ্য ভাসালী উচ্ছেদ করা হয়েছে। শনিবার সকালে বুড়িভদ্রা নদীর বিভিন্ন স’ানে থাকা মাছ শিকারীদের দেওয়া বাঁশের তৈরি বেড়া (পাটা), কোমর (পালা) ও অসংখ্য ভাসালী উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানূর রহমান। এসময় তার সাথে উপসি’ত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলা উদ্দিন প্রমুখ। দীর্ঘদিন ধরে এলাকার কতিপয় ব্যক্তিরা বুড়িভদ্রা নদীতে বাঁশের তৈরি বেড়া (পাটা), কোমর (পালা) ও অসংখ্য ভাসালী দিয়ে মাছ শিকার করে আসছিল। বাঁশের পাটা ও পালা দেওয়ার কারণে পানি প্রবাহে বাঁধা পেয়ে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। বর্ষা মৌসুম শুরুর আগেই প্রশাসনের উদ্যোগে খাল ও নদ নদী থেকে পানি প্রবাহে বাঁধা সৃষ্টিকারি বাঁশের তৈরি বেড়া ও কোমর উচ্ছেদ অভিযান শুরু করায় এলাকাবাসির মাঝে স্বস্তি ফিরে আসে।এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানূর রহমান জানান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের নির্দেশে বুড়িভদ্রা নদীতে মাছ শিকারীদের দেওয়া প্রায় শতাধিক বাঁশের তৈরি বেড়া (পাটা), দুই শতাধিক কোমর (পালা) ও অসংখ্য ভাসালী এলাকাবাসীর সহযোগিতায় উচ্ছেদ করা হয়। এছাড়াও আরো প্রায় ৫০ টি খাল এবং নদ নদীর এ ধরনের বাধা উচ্ছেদ করতে এ অভিযান অব্যাহত থাকবে।