ক্রীড়া প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুরে ৮ম হাজী মহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে ইবি থানার পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা উদ্বোধন করা হয়। উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল টিমের সাবেক ক্যাপ্টেন ও ঢাকা মোহামেডান কাবের সাবেক ফুটবল খেলোয়াড় কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্য সোহরাব উদ্দিন। খেলার উদ্বোধন করেন জেলা বাস-মিনিবাস মালিক গ্র“পের সভাপতি, পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সিহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক পিয়ারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আকলিমা সিহাব। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিয়ারপুর একতা পলী কল্যাণ সমিতির সহ-সভাপতি আশরাফুল ইসলাম আশা। পিয়ারপুর একতা পলী কল্যাণ সমিতি আয়োজনে এখেলাটি অনুষ্ঠিত হয়। ১৬টি দল এ খেলায় অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলার আগে জাতীয় পতাকা ও টূর্নামেন্ট পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে খেলার উদ্বোধন করা হয়। গতকালের খেলায় শৈলকুপার ত্রিবেনী বলাকা কাব ও হরিণাকুন্ডুর ধুলিয়া শ্রীপুর একাদশ অংশগ্রহন করে। ত্রিবনীকে ৩-৪ গোলে হারিয়ে শ্রীপুর জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন নাজমুল হাসান এমদাদ। তাকে সহযোগিতা করেন মহাসিন ও লিটন। টূর্নামেন্টকে ঘিরে স্কুল প্রাঙ্গণ রঙিন সাজে সাজানো হয়েছে। খেলার উদ্বোধন ঘোষণার সাথে সাথে আতশবাশি আর দর্শকদের করতালিতে চতুরদিক মুখরিত হয়ে উঠে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এসআর শিপন বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাবেক ক্রীড়া সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক বশিরুল আলম চাঁদ। আব্দালপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী হায়দার স্বপন, সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস, ভায়না ইউপি চেয়ারম্যান ছমির আলী, পিয়ারপুর গ্রামের সাবেক ফুটবল খেলোয়ার বিশিষ্ট সমাজ সেবক শেখ সিরাজ, ছাইদুর ইসলাম, পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক মানোয়ার হোসেন, শহীদুল ইসলাম, মনিরুজ্জামান, দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু বকর সিদ্দীক, আব্দুল ওহাব, আব্দুর রাজ্জাক, দিপু, জাহানারা বেগম, নুরজাহান বেগম, জহুরুল ইসলাম, মফিজউদ্দিন বিশ্বাস, পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক শাফায়েত হোসেন, ধর্মীয় শিক আল আমীন। পিয়ারপুর একতা পলী কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন, একতা পলী কল্যান সমিতির সদস্য ও ম্যানেজার বিপুল হোসেন, ক্রীড়া সম্পাদক হোসেন আলী, যুগ্ন সম্পাদক মহিদুল ইসলাম, মোশাররফ হোসেন, রবিউল ইসলাম, মনিরুল ইসলাম, শিপন খান প্রমুখ। এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।আ বা